সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
জুলাই বাস্তবায়নের জন্য নভেম্বরেই দিতে হবে গণভোট: ড. মাসুদ
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১০০)
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ইন্দ্রকুল সাজ্জাল খালের ওপর পুরনো ব্রিজটির সংস্কার কাজ উদ্বোধন করেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিজ সংস্কারের কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের মানুষ উন্নয়ন চায়, ন্যায় চায়, পরিবর্তন চায়। এই পরিবর্তন জনগণকেই আনতে হবে। উন্নয়নের প্রতিটি ধাপেই সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত জানতে গণভোট দিতে হবে—জুলাই বাস্তবায়নের জন্য নভেম্বরেই সেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ব্রিজ, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই প্রকৃত উন্নয়নের ভিত্তি। এ ধরনের ছোট উদ্যোগগুলোই গ্রামীণ জনজীবন বদলে দিতে পারে।”

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “ব্রিজটা অনেক দিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। বর্ষায় হেঁটে পার হওয়া কঠিন ছিল। এখন সংস্কার হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি।”

একই এলাকার গৃহবধূ রুবিনা আক্তার বলেন, “বাচ্চাদের স্কুলে নিতে অনেক কষ্ট হতো। বৃষ্টি হলে ব্রিজে পা রাখাও ভয়ংকর ছিল। এখন সংস্কার হয়েছে আমাদের কষ্ট অনেকটাই কমছে।”

ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “বৃষ্টি হলে স্কুলে যেতে ভিজে যেতে হতো, অনেক সময় ব্রিজের নিচে পড়ে যেতাম। এখন ব্রিজ সংস্কার করায় আমরা নিরাপদে যেতে পারব।”

আরেক শিক্ষার্থী মিম আক্তার জানায়, “আমরা সবাই খুব খুশি। এখন সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারব।”

স্থানীয় কৃষক মো. হানিফ বলেন, “আমাদের জমির ফসল বাজারে নিতে এই ব্রিজটাই একমাত্র রাস্তা। ভাঙা থাকায় ট্রলি বা ভ্যান চলত না। সংস্কার হওয়ায় ব্যবসায়িক যোগাযোগও সহজ হবে।”

এ সময় সূর্যমনি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ বাউফল উন্নয়ন ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ব্রিজটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সংস্কারের পর এলাকার প্রায় এক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শীতের বার্তা দিচ্ছে কুয়াশা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি
শেরপুরে টানা বৃষ্টিতে আমন ধানসহ সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বুলবুলের
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে, পেছানোর কোনো শক্তি নেই: প্রেস সচিব
বাউফলে ট্রাফিক চেকপোস্টে প্রশাসনের কঠোর অবস্থান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com