প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম (ভিজিট : ৬০)
শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিস ভাংচুরের মামলায় ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান (৫৯) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার দিবাগত সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা বাজার থেকে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে রবিবার দুপুরের দিকে তাকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে বিএনপির অফিস ভাংচুরের মামলায় জড়িত সন্দেহে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হলে, বিজ্ঞবিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।