মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ ১২ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ঝিনাইগাতীর গারো পাহাড়ে স্বপ্ন দেখাচ্ছে আগর বাগান
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৩৬)

পাহাড় শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রকৃতির এক বিশাল সৃষ্টির প্রতিচ্ছবি। কারো কাছে এটি রহস্যের আধার, কারো কাছে নিছক সৌন্দর্য, আবার কারো কাছে নির্জনতায় হারিয়ে যাওয়ার নীরব আহ্বান। এমনই এক অপার সৌন্দর্যের নাম আগর বাগান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম।

গারো পাহাড়ের পশ্চিম প্রান্ত ঘেঁষে গড়ে উঠেছে এই আগর বাগান, যার অবস্থান গজনি অবকাশ কেন্দ্রের ঠিক পশ্চিম পাশে। ছোট গজনি সীমান্ত সড়ক ধরে দক্ষিণে এগুলেই চোখে পড়বে বাগানের সারি সারি আগর গাছ। প্রকৃতি যেন আপন হাতে গড়ে তুলেছে এক নিসর্গময় চিত্রপট।

সরকারি উদ্যোগে ২০১২ সাল থেকে এখানে বাণিজ্যিকভাবে আগর চাষ শুরু হয়। এখান থেকে সংগ্রহ করা হয় আগরের মূল্যবান অংশ, যা থেকে তৈরি হয় আগরবাতি ও সুগন্ধি পণ্য। আগর বাগান শুধু অর্থনীতির সম্ভাবনা নয়, একই সঙ্গে জীববৈচিত্র্যেরও এক বিরল উদাহরণ। বনের ভেতরেই মাঝে মাঝে দেখা মেলে বন মোরগ, কাঠবিড়ালি, শিয়াল এমনকি হাতিরও। যদিও হাতির দেখা নিয়মিত নয়, তবে তাদের উপস্থিতির ছাপ প্রকৃতিতে স্পষ্ট।

এখানে ঘুরতে আসা এক পর্যটক লিয়াকত আলী বলেন, আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আগর বাগানের মতো এমন নির্জন আর শান্তিপূর্ণ জায়গা খুব কমই দেখেছি। পাহাড়, গাছপালা আর পশু-পাখির মেলবন্ধন যেন মনের গভীরে গাঁথা হয়ে যায়। স্থানীয় বাসিন্দা গোলাপ মেম্বার বলেন, সরকারি উদ্যোগে আগর চাষ শুরু হওয়ার পর এখানে অনেকেই কাজের সুযোগ পেয়েছেন। পাশাপাশি পর্যটক আসায় স্থানীয় ব্যবসাও বাড়ছে। আমরা চাই এ জায়গার সৌন্দর্য ও পরিবেশ যেন সংরক্ষিত থাকে।

এই বাগানে যারা একবার এসেছেন, তারা মুগ্ধ না হয়ে পারেননি। এর প্রাকৃতিক পরিবেশ, নিস্তব্ধতা আর অপার নৈসর্গিক সৌন্দর্য মনকে ছুঁয়ে যায়। তবে এ সৌন্দর্য শুধু চোখে দেখলে হবে না, মন দিয়ে অনুভব করলেই এর গভীরতা বোঝা যায়।

তবে দুঃখের বিষয় হলো, এই অপার সৌন্দর্যের পাহাড়গুলো আজ হুমকির মুখে। বৃক্ষনিধন, অপরিকল্পিত পর্যটন ও মানবসৃষ্ট আগ্রাসনে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

তবুও আগর বাগান এখনো বেঁচে আছে তার নিজস্ব সৌন্দর্য নিয়ে। প্রশাসনের সঠিক তদারকি আর সচেতন মানুষের উদ্যোগ থাকলে আগামীর প্রজন্মও দেখতে পাবে এই নিঝুম সুন্দরকে। পাহাড় শুধু মাটি আর পাথর নয়, এটি প্রকৃতি ও প্রাণের এক অনবদ্য সঙ্গম। আগর বাগান তার জীবন্ত প্রমাণ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

৪০ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
ওয়ালটন ক্যাবলসের নতুন বিজ্ঞাপনে সিয়াম আহমেদ
সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার সুযোগ দেবে পাকিস্তান
পরপর দুই উইকেট নিলেন তাসকিন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই: সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ
মিছিলে ডামি রাইফেল প্রদর্শনের অভিযোগে তুরাগে এক জন গ্রেপ্তার
মুশফিকের শততম টেস্টকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা বিসিবির
এই অর্জন পুরো বাংলাদেশের: প্যারিসে সংবর্ধনায় রাষ্ট্রদূত তালহা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com