প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:২০ পিএম (ভিজিট : ৪০)

চট্টগ্রামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে পাওয়া ৫৯ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। ১৩তম ওভারে পরপর দুই উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানে ব্যাট করছে। অধিনায়ক শেই হোপ ২৫ রান করেছেন। তার সঙ্গী রোভম্যান পাওয়েল। এর আগে আলিক আথানজে ২৭ বলে ৩৪ রান করে আউট হয়েছেন। চারটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ব্রেন্ডন কিং ৩৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করে আউট হন। রানের খাতা খুলতে পারেননি শেরফান রাদারফোর্ড।
বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশে সাজিয়েছে। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। দরকার পড়লে সাইফ হাসান হাত ঘোরাবেন।
ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার নির্ভর একাদশ সাজিয়েছে। জেসন হোল্ডার, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেইফার্ড আছেন তাদের একাদশে। স্পিন বিভাগে আকিল হোসেন ও খেরি পেরি খেলছেন।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানজে, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।