সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুর-৩ আসনের নতুন আলো: রাজপথ থেকে জনআস্থার শীর্ষে এডভোকেট এরশাদ আলম জর্জ
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২০১)

দলীয় দুর্দিনে যখন অনেকে রাজপথ এড়িয়ে চলেন, তখন দৃঢ় পদক্ষেপে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এডভোকেট এরশাদ আলম জর্জ। বিএনপির এই সাহসী মুখ এখন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ‘ধানের শীষ’-এর নতুন আশার প্রতীক হিসেবে আলোচনায়।

রাজনৈতিক অঙ্গনের কঠিন সময়েও জর্জের নির্ভীক অবস্থান তাকে করে তুলেছে ক্লিন ইমেজের একজন পরিশীলিত ও জনপ্রিয় নেতা। দলীয় নেতাকর্মীদের মতে, রাজনীতি, আইন ও মানবসেবার সমন্বয়ে তিনি এখন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

১৯৯০ সালে শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন এরশাদ আলম জর্জ। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল ল’ কলেজ থেকে যথাক্রমে ইংরেজি সাহিত্যে এম.এ এবং আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেন।

শিক্ষাজীবনে তিনি ছিলেন নেতৃত্বের উজ্জ্বল প্রতিচ্ছবি- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, সেন্ট্রাল ল- কলেজ ছাত্রদলের সদস্য সচিব, এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে তিনি।

আইন পেশায় প্রবেশের পর ঢাকা বার কাউন্সিলে যুক্ত হয়ে দ্রুতই নিজেকে প্রমাণ করেন। ২০১২-১৩ সালে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে অফিস সেক্রেটারি নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বিএনপির আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকা-এর পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে।

দলের দুর্দিনে রাজপথে আন্দোলনের অগ্রভাগে থেকেছেন জর্জ। বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন সম্পাদক হিসেবে হাবিবুন নবী খান সোহেল ও মরহুম বাবুর নেতৃত্বাধীন কমিটিতে ছিলেন তিনি। প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন দায়িত্বশীলভাবে।

রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। করোনা মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে শ্রীবরদী ও ঝিনাইগাতীর অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিতরণ করেছেন মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা। শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণের মাধ্যমে সমাজসেবায় রেখেছেন দৃষ্টান্তমূলক ভূমিকা।

‘মানবসেবা পরম ধর্ম'- এই বিশ্বাসেই এগিয়ে চলা এডভোকেট এরশাদ আলম জর্জের কাছে রাজনীতি কোনো ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং জনগণের সেবা করার সুযোগ। তার ভাষায়, “আমি রাজনীতি করি মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে। শেরপুর-৩ আসনের মানুষের ভালোবাসাই আমার প্রেরণা। আমি ছিলাম, আছি, আগামীতেও থাকব তাদের পাশে।”

দলীয় নেতাকর্মীরা বলছেন, রাজপথের পরীক্ষিত এই সৈনিকই হতে পারেন শ্রীবরদী-ঝিনাইগাতীর পরবর্তী প্রজন্মের নেতৃত্বের প্রতীক। একজন মানবিক ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিক, যিনি মাঠে-ময়দানে মানুষের বিশ্বাস জয় করেছেন ইতোমধ্যে।

জনআস্থার কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক দর্শন, মানবিক মনোভাব ও তৃণমূল সংযোগ- সব মিলিয়ে শেরপুর-৩ আসনে এডভোকেট এরশাদ আলম জর্জ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

জনগণ বলছেন, “দলীয় আস্থার প্রতীক, রাজপথের সৈনিক ও মানুষের পাশে থাকা এক মানবিক মুখ তিনি। এই নেতাই হতে পারেন শেরপুর- ৩ আসনের কার্যকর প্রতিনিধি।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন
দাঁড়িপাল্লার গণআন্দোলন শহীদ কামরুজ্জামানের রক্তের প্রতিশোধের গণআন্দোলন: জামায়াত নেতা রাশেদুল
কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ৪ মহিলা গ্রেফতার
বাউফলে পূর্ব বিরোধের জেরে তিন পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গফরগাঁওয়ে এক্সএমজি'র কর্মশালা
সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা বন্ধ করলো চীন
থাইল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের
বাংলাদেশ মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী
পাচারের উদ্দেশ্যে বন্দি ৪৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com