প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৩৩ পিএম (ভিজিট : ৩০)

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের শহীদ জালাল এলাকায় পূর্ব বিরোধের জেরে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে। স্থানীয় সূত্রে জানা যায়, কাছিপাড়া ইউনিয়নের ছয়েকান্দা এলাকার বাসিন্দা আব্দুল লতিফ খান লিজ নেওয়া তিনটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। শনিবার গভীর রাতে প্রতিপক্ষ একই বাড়ির মিরাজ হাওলাদার (৩০), আব্বাস হাওলাদার (৩৭), মিজানুর হাওলাদার (৩৯), মাসুদ হাওলাদার (৪২) ও শামীম হাওলাদার (১৯) পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। ভোরে স্থানীয়রা পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি বুঝতে পারেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা যায়।
ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ খান বলেন, “আমি ধারদেনা করে এই তিনটি পুকুরে মাছ চাষ করছিলাম। প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে তারা আমাকে সর্বনাশ করেছে। এখন আমি পথে বসে গেছি।”
এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”