প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম (ভিজিট : ২২)

শেরপুর সদর আসনে জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, শেরপুরে যে গণআন্দোলন সৃষ্টি হয়েছে তা শহীদ কামরুজ্জামানের রক্তের প্রতিশোধের গণআন্দোলন। এই গণআন্দোলন জনগণের মুক্তি আন্দোলনের গণআন্দোলন। আগামী দিনে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জামায়াত তাদের দলীয় ব্যানারে হোক বা অন্য যে কোনো উপায়ে তাদের প্রতিহত করতে প্রস্তুত।
২৪ অক্টোবর জামায়াতে ইসলামীর গণমাধ্যম কেন্দ্রে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীর খোয়ারারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে ২৬ অক্টোবর রোববার দুপুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "তারা সারাদেশে শত শত মানুষকে হত্যা করেছে। বিএনপিকে এর জবাব দিতে হবে। এখনো সময় আছে আপনারা সঠিক পথে আসুন, বাংলাদেশের জনগণ আপনাদের সাধুবাদ জানাবে।"
সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়াসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।