প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম (ভিজিট : ২৪৬)

লক্ষ্মীপুর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা পত্রিকাটির গৌরবময় ২১ বছরের পথচলা এবং আগামীতে সত্য প্রতিষ্ঠায় এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পি.পি) ফেরদাউস মানিক। দৈনিক নয়া দিগন্তের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আ.হ.ম মোশতাকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। এছাড়া, বক্তব্য রাখেন সাবেক লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নূরুন্নবী, লক্ষ্মীপুর পৌর শাখার জামায়াতে ইসলামীর আমির আবুল ফারাহ নিশান, মাওলানা নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ মালেক, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন এবং বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাবেল অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ক্রিয়া সম্পাদক আরিফ হোসেন, সাহিত্য সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, কার্যকরী সদস্য রাকিব হোসেন। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন লিটন, মাকসুদুর রহমান ভুট্টু, শহীদ ইসলাম, শহিদুল আলম বাবু, এস এম মিলন, রাজু, সুমন, তসলিম সহ প্রমুখ।
বক্তারা দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অতীতের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, পত্রিকাটি সবসময় সত্যের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা নয়া দিগন্তের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।