প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম (ভিজিট : ১৪৭)

এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দুর্দান্ত ছিলেন সাইফ হাসান। এই টাইগার অলরাউন্ডার নজর কেড়েছে ক্রিকেট বিশ্বে। পাওয়ার হিটিংয়ে সাইফ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এবার পেলেন সেই প্রতিদান। ডাক পেয়েছেন আবুধাবি টি-টেন লিগে। যেখানে এই টাইগার ব্যাটারকে ড্রাফট থেকে দলে নিয়েছে প্রথমবারের টুর্নামেন্টে নাম লেখানো অ্যাসপিন স্ট্যালিয়ন্স।
১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগে ড্রাফটের কয়েক দিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগের রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
তবে সাইফ টি-টেন লিগে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। কেননা নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি যদি সাইফকে ছাড়পত্র দেন তাহলে প্রথম বারের মতো কোনো বিদেশি লিগে খেলবেন সাইফ।