বুধবার ২২ অক্টোবর ২০২৫ ৬ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে মুরগির দোকান স্থানান্তর
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৫৫)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে ব্রয়লার মুরগি দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায় দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যের কারণে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছিল। এতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিক্রেতা ও ক্রেতারা দুর্গন্ধে ভোগান্তি পোহাতেন।

বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের এই দাবি ও অভিযোগের প্রেক্ষিতে ব্রয়লার মুরগি দোকান স্থানান্তর করার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্রয়লার মুরগী বিক্রেতাদের দোকানগুলো বাজারের একটি শেড ঘরে স্থানান্তর করেন। এতে করে বাজারের মূল অংশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে আসে। এই উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন ইউএনও।

বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ী সোলাইমান বলেন, একই জায়গায় খাদ্যপণ্যের ও ব্রয়লার মুরগীর দোকান থাকায় দুর্গন্ধে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল। ইউএনও মহোদয়ের উদ্যোগের জন্যে অনেক স্বস্তি পাচ্ছি আমরা।

রামেরকুড়া এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, বাজার ব্যবস্থাপনায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় ইউএনও মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুরগীর বাজার স্থানান্তর করার উদ্যোগকে সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।

বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান বলেন, ব্রয়লার মুরগি দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায় দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যের কারণে ্কটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হতো। এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থানান্তরের জন্য দীর্ঘদিনের দাবি ছিল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের। এখন বাজারের মূল অংশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে এসেছে।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, বাজারের পরিবেশ রক্ষা করা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনগণের স্বার্থে আমরা সবসময় কাজ করে যাবো।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির
শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
মেয়েকে সামনে আনলেন দীপিকা, কার মতো হয়েছে দেখতে?
বিশ্বকাপে পাকিস্তানের বিদায়, এক স্লটের লড়াইয়ে ৩ দল
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে পুনরায় ফ্লাইট চালু
কার্গো ভিলেজে আগুন: ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
লা লিগার শীর্ষে বার্সেলোনা, প্রিমিয়ার লিগে আর্সেনাল
পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে: বিজিএমইএ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com