প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৫৪ পিএম (ভিজিট : ১৭৫)

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তায়িম ভূঁইয়া’র কবর জিয়ারত ও শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশে প্রতিনিধি দলটি আজ সোমবার সকালে (২০ অক্টোবর ২০২৫) কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে শহীদ তায়িম ভূঁইয়া’র বাসায় যান।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র উপস্থিতিতে প্রতিনিধি দলটি ইমাম হাসান তায়িম ভূঁইয়া’র স্বজনদের খোঁজ-খবর নেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সর্বদা তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, চান্দিনা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, চৌদ্দগ্রাম বিএনপি’র সভাপতি কামরুল হুদা-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।