রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৭)

ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে।

তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, তা গণতন্ত্রকে সাহায্য করবে না। সবার উচিত দায়িত্বশীল আচরণ করা।

আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব কিছুকে সংসদমুখী করতে হবে, তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা মোটেও ভালো নয়। শ্রমিকদের মৌলিক দাবি ও অধিকার রক্ষাই হওয়া উচিত ট্রেড ইউনিয়নের মূল কাজ।’

ফখরুল আরো বলেন, ‘আজকের ট্রেড ইউনিয়নগুলো আর আগের মতো সংগ্রামী নয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত রূপান্তরের কারণে শ্রমিকদের গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে। এই বাস্তবতায় শ্রমিক আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে।’

তিনি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও বর্তমান অবস্থা বিশ্লেষণ করে বলেন, ‘একসময় শ্রমিক ঐক্য ছিল সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি, কিন্তু এখন তা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে।

নতুন অর্থনৈতিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে না পারলে শ্রমিক সংগঠনগুলো আরো দুর্বল হয়ে পড়বে।’
গণতন্ত্র টিকিয়ে রাখতে সংসদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘সব কাজ সংসদকে কেন্দ্র করে করতে হবে, না হলে গণতন্ত্র কার্যকর হবে না।’

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা আসলেই উদারপন্থী গণতন্ত্রের পথে যেতে পারব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা—এটা আমাদের ভুলে গেলে চলবে না।’

সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাংচুর
জাতীয় সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারকে চাকরি দেব: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
শেরপুরে এইচএসসিতে পাসের হার কমেছে ১০ শতাংশ: দুই কলেজে শতভাগ ফেল, উদ্বিগ্ন সচেতন মহল
মানবিক সোনারগাঁ গড়তে চাই: ড. ইকবাল হোসাইন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
রাকসুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়লো ৬০ শতাংশ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, দলে ফিরলেন সৌম্য সরকার
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com