প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পিএম (ভিজিট : ১৩২)

প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তিতে নবীন প্রবীণদের মিলন মেলায় পরিনত হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী চকরামপুর ফাজিল মাদরাসার ক্যাম্পাস। বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে জমকালো অনুষ্ঠানে পালিত হয় নানা কর্মসূচী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো : আইউব হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম।
চকরামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ওসমান গনির সভাপতিত্বে ও উপাধ্যক্ষ নাজমুল হুদা, সহকারী অধ্যাপক রাশিদুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, এডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. হাসানুজ্জামান, সিবিএসটির অধ্যক্ষ প্রফেসর শাহ মোস্তফা নূর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহের সহ সভাপতি অধ্যক্ষ মো : নজরুল ইসলাম, কোনাবাখাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো : আনিসুর রহমান, খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম, গোসপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো : এনামুল হক, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আতিকুর রহমান, বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান, বৈলর এডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক, রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুজিবুল ইসলাম সরকার, কোনাবাড়ী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসেন, আউলিয়া নগর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মনিরুল হাসান, ধলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার, আব্দুল কাইয়ুম মন্ডল, কাজী মোস্তাক মেম্বার, গভর্নিং বডির সদস্য বদরুল আলম, সিদ্দিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শত শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।