প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম (ভিজিট : ৮৭)

শেরপুরের গারো পাহাড়সংলগ্ন ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামে পাহাড় কেটে আবাদি জমি তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় আনসার মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি বনের পাহাড় কেটে জমি সমতল করার সময় বনবিভাগ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ দৈনিক সংবাদ প্রতিদিন'কে বলেন, “অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, পাহাড় কেটে জমি তৈরির এই ধ্বংসযজ্ঞে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সংগঠনটি বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয়দের প্রশ্ন- “পাহাড় ও বন ধ্বংসকারী এই ভূমিদস্যুদের রুখবে কে?”