প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম (ভিজিট : ২৬)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণধর্ষণ, ডাকাতি ও অস্ত্র আইনের একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সজীব ওরফে ‘ব্লেড সজীব’ (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সজীব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার শহিদুল্লাহর ছেলে। অভিযানের সময় র্যাব সদস্যরা তার কাছ থেকে একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি লেজার লাইট ও একটি ইলেকট্রিক শকার উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৈল্যেরবাগ এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এক নারী তার দেবরসহ সিএনজিযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সজীব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রের মুখে সিএনজিটি থামিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর দেবরকে আলাদা কক্ষে আটকে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার পর থেকে পলাতক থাকা সজীবের বিরুদ্ধে গণধর্ষণ, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “র্যাব-১১ সদস্যরা সজীবকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।