সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ফরিদপুরে ফেইসবুক পোস্টে সাড়া দিয়ে ভাঙা রাস্তা মেরামত করলো জামায়াতে ইসলামী
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ৫৫)

ফরিদপুরের সালথায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে সাড়া দিয়ে স্থানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছে জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখা।
জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার থেকে সালথা উপজেলার নকুলহাটি বাজার হয়ে কানাইপুর পর্যন্ত যাতায়াতের ওই পাকা সড়কটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ছোট বাহিরদিয়া গ্রামের পাশে রাস্তার একটি অংশ প্রায় এক বছর আগে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একপাশ দিয়ে যানবাহন চলাচল করলেও জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই বিষয়টি নজরে নেননি। এবছরের অতিবৃষ্টিতে রাস্তার বাকি অংশও ধসে পড়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

এ অবস্থায় স্থানীয় যুবক মিজান খান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভাঙা রাস্তার ছবি পোস্ট করে এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। পোস্টটি দেখে বিষয়টি নজরে আসে জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার নেতাদের। পরে জামায়াত নেতা কাজী আবু ছায়েম মোল্যা ও জামায়াত নেতা ওয়ালিউজ্জামান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জামায়াত নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশ মেরামত করে চলাচল উপযোগী করে তোলা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, আমরা অনেকবার জন প্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কেউ আসেনি। জামায়াতের ভাইয়েরা নিজেরাই এসে কাজটা করে দিলেন, এজন্য আমরা কৃতজ্ঞ।

এ বিষয়ে জামায়াতে ইসলামী সালথা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, মানুষের কষ্ট আমাদের কষ্ট। ফেসবুকে পোস্ট দেখার পরই আমরা সিদ্ধান্ত নিই, জনগণের চলাচলের রাস্তা মেরামত করব। আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক দায়িত্ব থেকে।

স্থানীয়ভাবে এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে সামাজিক উদ্যোগ নিলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com