প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ পিএম (ভিজিট : ৫৭)

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার অনন্তমুহা এলাকায় আদালতের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে এক বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম (৭৮) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, একই এলাকার জহিরুল (৫০), আল-আমিন নাহিদ (৩০) ও অজ্ঞাতনামা আরও কয়েকজনসহ মোট ৫/৭ জন গত ০২ অক্টোবর ২০২৫, সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নজরুল ইসলামের বসতভূমিতে প্রবেশ করে টিনের ঘর নির্মাণের চেষ্টা চালায়।
ভুক্তভোগী নজরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি পূর্বে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন, যার প্রেক্ষিতে আদালত উক্ত সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি করেন।
নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার জমিতে জোর করে টিনের ঘর দিতে শুরু করে। আমি বাধা দিলে লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে এবং প্রকাশ্যে হুমকি দেয়-‘বাধা দিলে মেরে ফেলবে’। এখন আমার ও পরিবারের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি।
ভুক্তভোগী জানান, ঘটনার পর তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
ঘটনার সময় তোলা এক ছবিতে দেখা যায়—এক ব্যক্তি হাতে ধারালো বস্তু (দেশীয় অস্ত্র) নিয়ে ভুক্তভোগীর জমির ভেতরে অবস্থান করছেন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্তরা প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি করে আসছে, যার কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে দোষীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল প্রচেষ্টা আইনের প্রতি চরম অবমাননা। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।