সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
ওয়ার্ল্ড টেনিসের মূলপর্বে বাংলাদেশের অবিনাশ রাজভর
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩৫)

আগামীকাল শুরু হচ্ছে '৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা' প্রতিযোগিতার মূলপর্বের আকর্ষণীয় খেলা।  দু’দিন ধরে অনুষ্ঠিত  টুর্নামেন্টের বাছাইপর্ব পেরিয়ে চারজন খেলোয়াড় মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন। যার মধ্যে আছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অবিনাশ রাজভরও।

রবিবার (১২ অক্টোবর) সকালে বাছাইপর্বের চূড়ান্ত খেলায় অবিনাশ রাজভর দাপটের সঙ্গে জয় পেয়েছেন স্বদেশী সাফওয়ান সামি-কে হারিয়ে। দুটি সেটেই অবিনাশের জয় এসেছে সহজে। প্রথম সেটে তিনি ৬-১ গেমে এবং দ্বিতীয় সেটে ৬-০ গেমে সাফওয়ানকে হারান।

অবিনাশ ছাড়াও বাছাইপর্ব থেকে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছেন থাইল্যান্ডের চানাপাত পিসুথারনন্থ, চাইনিজ তাইপের উই চেং তাং এবং কোরিয়ার ইউন-সাং চো।

এদিকে, বাছাইপর্ব ছাড়াও ওয়াইল্ড কার্ড নিয়ে আরও চারজন খেলোয়াড় মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। এই চারজনের মধ্যে বাংলাদেশের সাইম, জাওয়াদ ও মালেক এবং চীনের লি রয়েছেন।

মেইন ড্র’তে আগে থেকেই ২৪ জন খেলোয়াড় ছিলেন। তাদের সঙ্গে বাছাইপর্ব থেকে আসা চারজন এবং ওয়াইল্ড কার্ড পাওয়া চারজন - মোট আটজন যুক্ত হয়ে মূলপর্বের লড়াইয়ে নামবেন।

মেইন ড্র’তে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছেন জারিফ আবরার ও কাব্য গায়েন।

অন্যদিকে, টুর্নামেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের হয়ে সাতজন খেলোয়াড় সরাসরি মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন সুমাইয়া আক্তার, সারা আল জসিম, জান্নাতুল ফেরদৌস, হালিমা জাহান, ইয়ানা চৌধুরী, সুবর্ণ খাতুন ও মালিহা ইসলাম।

১১ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com