প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:৩৩ পিএম (ভিজিট : ৬০)

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে গেছেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
আজারবাইজানের বিপক্ষে শুক্রবারের (১০ অক্টবর) ম্যাচে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান এমবাপ্পে। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করার পর ৮৩তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে।
এফএফএফ জানায়, ‘জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন যে কিলিয়ান এমবাপে আইসল্যান্ড ম্যাচে খেলবেন না। তাকে রিয়াল মাদ্রিদে ফেরত পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় ডাকা হবে না।’
২৬ বছর বয়সী এই তারকা ফুটবলার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে করেছেন ১৪ গোল।
গ্রুপ ডি-তে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। সোমবার তারা মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের বিপক্ষে।