সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
ব্যাটারদের দায় দিয়ে হতাশা প্রকাশ মিরাজের
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ এএম   (ভিজিট : ৫১)
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া ১৯১ রানও করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন প্রদর্শনীতে এক ম্যাচ হাতে রেখেই মেহেদী হাসান মিরাজের দল সিরিজ হাতছাড়া করেছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতির যে লক্ষ্য নিয়ে তারা সিরিজ শুরু করেছিল, সেটিও এখন আরও হুমকির মুখে। স্বাভাবিকভাবেই এত বড় ব্যবধানে হারের ব্যাটারদের ওপর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। 

রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইদের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ভালো শুরু পেয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না বলে দাবি মিরাজের, ‘আমি তাদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু যখন আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’

সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য বাংলাদেশের। আপাতত তাই সেই ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরেকটি সিরিজ আছে এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’

ওয়ানডেতে টিকে থাকতে ব্যাটিং উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন মিরাজ, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। ওয়ানডেতে যদি আমরা রান না করি, তাহলে টিকে থাকতে পারব না।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com