সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
সিরিজে টিকে থাকার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখে মিরাজরা
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:০১ পিএম   (ভিজিট : ৪৫)

টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়ে আসছিলেন রশীদ খান। ম্যাচের মোড় কয়েকবার ঘুরিয়ে দিতে দিতেও শেষ পর্যন্ত না পারা আফগান এই লেগ স্পিনারকে অবশ্য ওয়ানডে সিরিজের শুরুতে আর হতাশ হতে হয়নি। প্রথম ওয়ানডেতে শুরুর ধাক্কা সামলে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটিতে এগোতে থাকা বাংলাদেশকে একদম থমকে দেন তিনি। কিন্তু সফরকারীদের জন্য আরো দুশ্চিন্তার বিষয় একাধারে মিরাজ, জাকের আলী ও নুরুল হাসানরা এলবিডব্লিউ হয়েছেন রশীদের বলে।

তার ওপর আবুধাবির ধীরগতির উইকেটে আফগানরা যেখানে চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে, সেখানে মিরাজরা নেমেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে ছাড়াই। ৫ উইকেটের হারে পিছিয়ে যাওয়া দলের জন্য তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি অনেক প্রশ্নের উত্তরও মেলানোর আছে।
যদিও উত্তর মিলবে কি না, তা নিয়ে সংশয় থাকা অস্বাভাবিক নয়। কারণ নিজেদের পছন্দের বলে দাবি করে আসা এই সংস্করণে তাদের বর্তমান অবস্থা করুণ।

এ বছর খেলা ছয় ম্যাচের মধ্যে জিতেছে মোটে একটিতে। গত ১২ মাসে এসেছে মাত্র দুটি জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর খেলা ১৮ ম্যাচের পাঁচটিতে জয় বলে দেয়, এই সংস্করণে নিজেদের হারিয়ে খুঁজছেন মিরাজরা। আজ তাই সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশকে পিছু টানছে তিক্ত সাম্প্রতিক অতীতও।

ওদিকে আফগানদের চোখ বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে দুটি সিরিজ পকেটে পুরেছে তারা। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১-এ হারানোর তৃপ্তিতে ভাসে তারা। গত বছরের নভেম্বরে শারজাতেও একই ব্যবধানে জেতা দলটি এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে দেখাচ্ছে শক্তি। অবশ্য আবুধাবির ধীরগতির উইকেটে প্রতিপক্ষের চেপে বসার পেছনে সফরকারী দলের ব্যাটারদের দায়ও কম নয়।

প্রথম ম্যাচেই ১৬৮টি ডট বল খেলেছেন মিরাজরা, যা বাংলাদেশের ইনিংসের ৫৭.৩৪ শতাংশ। মিরাজের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপে দলকে পথ দেখাতে থাকা হৃদয়ের ভুল সময়ে হওয়া রান আউট এগোনোর ছন্দ কেটে দেয় প্রথমে। এরপর ৩৮ রানে ৩ উইকেট নেওয়ার পথে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক পেরোনো রশীদ সারেন বাকি কাজটা। একই ম্যাচে ধীরগতির উইকেটে তিন স্পিনার নিয়ে নামার কৌশলেও আজ পরিবর্তন আসার কথা। তবে খেলোয়াড় বদলালেও মিরাজদের চলতি ওয়ানডে ভাগ্য বদলাবে কি না, সেটি জানতে অপেক্ষায় থাকা ছাড়া অন্য কোনো উপায়ও নেই! 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com