প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম (ভিজিট : ৩৬৭)

বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মারিখালী সেতুর ওপর এক বিদেশগামী যাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সংঘটিত এ ঘটনায় গ্রীস প্রবাসী এনামুল হক (৪৯) ও গাড়িচালক আবু মুসা ছুরিকাঘাতে আহত হন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে রাতে একটি প্রাইভেটকারে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে মারিখালী সেতুর ওপর পৌঁছালে কয়েকটি মালবাহী ট্রাকের ধীরগতির কারণে গাড়িটি সাময়িকভাবে থেমে যায়। ওই সময় ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে গাড়িটিকে ঘিরে ফেলে এবং গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা চালক ও প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নাগরিকত্ব কার্ড, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দেওয়ায় তারা প্রবাসী এনামুল হক ও চালক আবু মুসাকে ছুরিকাঘাত করে আহত করে।
পরে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মদনপুরের আল বারাকা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়।
আহত গ্রীস প্রবাসী এনামুল হক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভাসেন্ডা গ্রামের নুর মিয়ার ছেলে এবং চালক আবু মুসা দেবীদ্বার উপজেলার বেহারমন্ডল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “ঘটনার বিষয়ে একটি জিডি নেয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার ছায়া তদন্তও চলছে