সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ছয় দফা দাবিতে বাউফলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ৪০)

ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে বাউফলে স্বাস্থ্য সহকারীরা পূর্ণ কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) পালন করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ জানান, সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, “কর্মসূচি ১ অক্টোবর থেকে শুরু হলেও দুর্গাপূজার ছুটির কারণে আমরা ৪ অক্টোবর থেকে বাউফলে এ কর্মসূচি পালন করছি। আমাদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. নিয়োগবিধি সংশোধন,

২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি/সমমান সংযোজন,

৩. ১৪তম গ্রেড প্রদান,

৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,

৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং

৬. পদোন্নতিতে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।”

মাসুম বিল্লাহ আরও জানান, “১৯৯৮ সাল থেকে আমরা এ দাবিগুলো জানিয়ে আসছি। সর্বশেষ ২০২৫ সালে স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে ৬৪ জেলার নেতাদের সিদ্ধান্তে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বাউফল উপজেলা সভাপতি আল আমিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com