প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৫২ পিএম (ভিজিট : ৪০)

ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে বাউফলে স্বাস্থ্য সহকারীরা পূর্ণ কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) পালন করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ জানান, সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, “কর্মসূচি ১ অক্টোবর থেকে শুরু হলেও দুর্গাপূজার ছুটির কারণে আমরা ৪ অক্টোবর থেকে বাউফলে এ কর্মসূচি পালন করছি। আমাদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নিয়োগবিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি/সমমান সংযোজন,
৩. ১৪তম গ্রেড প্রদান,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং
৬. পদোন্নতিতে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।”
মাসুম বিল্লাহ আরও জানান, “১৯৯৮ সাল থেকে আমরা এ দাবিগুলো জানিয়ে আসছি। সর্বশেষ ২০২৫ সালে স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে ৬৪ জেলার নেতাদের সিদ্ধান্তে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বাউফল উপজেলা সভাপতি আল আমিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।