প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম (ভিজিট : ১৬)

শেরপুর জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারীসহ দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাজিতখিলা কুমরী এলাকায় ও নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী এলাকার খোকা মিয়ার ছেলে আহসান (৫৫) এবং নকলা উপজেলার টালকি ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী মহিরন বেগম (৫৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ঝিনাইগাতী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঝিনাইগাতী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কুমরী বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়, পরে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আহসান মারা যান এবং আরও অন্তত চারজন আহত হন। গুরুতর আহত ইজিবাইক চালক মামুন (২৫)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন মহিরন বেগম। পথিমধ্যে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সোনার বাংলা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।