প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম (ভিজিট : ৬৭)

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন, গণহত্যার বিচার দৃশ্যমান, বিশেষ ট্রাইব্যানালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়েতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল পাঁচ দফা দাবীতে ময়মনসিংহের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হিসেবে বাদ আছর সাবঃরেজিষ্ট্রি অফিস মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গো-হাটা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশ বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশালের সহ সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মনির প্রমূখ।
অপরদিকে একই দাবীতে ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়েতে ইসলামী। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জামায়েত মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল, উপজেলা জামায়েতের আমীর আ.ন.ম আব্দুল্লাহিল বাকি নোমান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শামীম, পৌর জামায়েতের আমীর রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক প্রমূখ।
একই দাবীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিশ। খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল কদ্দুষ শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটরিয়ামের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।