সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
শিগগিরই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম   (ভিজিট : ৪৯০)

বলিউড তারকা কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর প্রথম পর্ব অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বৃহস্পতিবার রাতে। অ্যামাজন প্রাইমের এই শোতে প্রথম পর্বের অতিথি ছিলেন আমির খান ও সালমান খান।

এদিন নানা গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন দুই তারকা। তবে সব ছাপিয়ে আলোচনায় বিয়ে, সন্তান নিয়ে সালমান খানের মন্তব্য।

কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কেল খান্না মজা করে বলেন, ‘সালমান নিজেই বলে সে ভার্জিন।’ এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতি দেন। সঙ্গে টুইঙ্কেল যোগ করেন, আমিরের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ, তিনি জীবনে একাধিকবার বিয়ে করেছেন।

যদিও এবারই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর প্রথম পর্বে ৪৭ বছর বয়সী সালমান দাবি করেছিলেন, তিনি এখনো ‘ভার্জিন’। শুধু তাই নয়, সেসময় তিনি বলেছিলেন, ‘আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।’

সেই পুরোনো ‘ভার্জিন’ বিতর্ক শেষে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এ প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই খানিক ভিন্ন সুরে কথা বলেন সালমান।

 তিনি জানান, ‘কয়েকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয়, বরং যাতে অন্যের মনে পুরনো সম্পর্কের ছায়া না পড়ে।’
সালমান খানের ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদ শিরোনামে। সঙ্গীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফ—সব সম্পর্কই একসময় আলোচিত হয়েছে।

এসময় বিচ্ছেদ প্রসঙ্গে সালমান বলেন, ‘যখন একজন আরেকজনের চেয়ে দ্রুত এগোয়, তখনই সম্পর্কের ভাঙন শুরু হয়। তখনই অনিশ্চয়তা আসে। সম্পর্ক টেকাতে হলে দুজনকে একসঙ্গে এগোতে হয়।’
তবে সব সাবেকই যে দূরে, তা নয়—‘সঙ্গীতা (বিজলানি) পরিবারে মতোই, সবসময় কাছের মানুষ।’

সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন। সে বিষয়ে প্রতিক্রিয়া না জানালেও অনুষ্ঠানে বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন সালমান। গুঞ্জনের মধ্যেই সন্তান চাওয়ার কথা বললেন ভাইজান।

সালমান খোলাখুলি জানালেন, সন্তান চাওয়ার স্বপ্ন এখনো তার মনে বেঁচে আছে। এরপর অভিনেতা অকপটে বলেন, ‘সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।’

তথ্যসূত্র: এনডিটিভি







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দারুণ শুরুর পরও ১৪৬ রানে অলআউপ পাকিস্তান
ভালুকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শিগগিরই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
৪১ বছর পর ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান
উচ্চপর্যায়ের নৈশভোজে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
হ্যারি কেইনের ইতিহাস, পেছনে ফেললেন রোনালদো-হালান্ডকে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com