সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ২৫)

দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যে শনিবার (২৭সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।

এসময় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এমানুল হক রানা, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা মহিলা নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জীবনব্যবস্থা আল্লাহই দিয়েছেন। মানুষ তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি এবং পারবেও না।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই তওহীদভিত্তিক হতে হবে।”

তিনি তওহীদভিত্তিক ‘আদর্শ রাষ্ট্রব্যবস্থা’র রূপরেখা তুলে ধরে বলেন, “এই ব্যবস্থা কোনো পক্ষপাতহীন ধারা নয়, বরং এখানে থাকবে মানবজাতির সার্বিক কল্যাণের নিশ্চয়তা। এতে নিশ্চিত হবে সকলের সমান অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা।”

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানের ছলচাতুরি, ভ্রান্ত তথ্য প্রচার, মিথ্যা প্রতিবেদন তৈরি এবং একপক্ষীয় সংবাদ পরিবেশনের মতো অপতৎপরতা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উদ্যোগের প্রসঙ্গে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. মুসুম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান পানা, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমামুল হক বাশা, নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দারুণ শুরুর পরও ১৪৬ রানে অলআউপ পাকিস্তান
ভালুকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শিগগিরই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
৪১ বছর পর ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান
উচ্চপর্যায়ের নৈশভোজে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
হ্যারি কেইনের ইতিহাস, পেছনে ফেললেন রোনালদো-হালান্ডকে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com