সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৬৯)

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযোগ দায়ের করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল বাতিয়াগাঁও গ্রামের জাহিদুল ইসলাম একই এলাকার শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ নালিশি জমি ক্রয় করেন। যাহার দলিল নম্বর-৯২৫, রেজিঃ অফিস-ঝিনাইগাতী। জমি ক্রয়ের পর থেকে তার প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলীসহ অন্যরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা হুমকি-ধামকি প্রদান করে।

এরই জেরে শনিবার দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাদী ও সাক্ষীরা বাধা দিলে বিবাদীগণ মারপিট করতে উদ্যত হয়। প্রাণভয়ে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। যাওয়ার সময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয়— দাবিকৃত চাঁদার টাকা না দিলে সুযোগ মতো তাকে খুন-জখম করবে এবং বসতবাড়ি ও জমি দখল করবে।

অভিযোগে বাদী আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে আব্দুল মোতালেব গংদের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দারুণ শুরুর পরও ১৪৬ রানে অলআউপ পাকিস্তান
ভালুকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শিগগিরই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
৪১ বছর পর ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান
উচ্চপর্যায়ের নৈশভোজে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
হ্যারি কেইনের ইতিহাস, পেছনে ফেললেন রোনালদো-হালান্ডকে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com