সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৪৩)

প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত, দক্ষিণ এশিয়ার বৃহৎতম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা'র (২০২৫-২০২৮) ৩ বছর মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সাংবাদিক জারিন মনজুম মৌ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন এমসিএল-এর পরিচালক মোঃ আনিসুর রহমান এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাবের ভাই আবুল আহসান মোঃ আজরফ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন এবং নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং সাংবাদিকরা অংশ নেন। বক্তারা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন ও শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে নতুন কেন্দ্রীয় কমিটি গণতন্ত্রের অগ্রযাত্রা ও সৃজনশীল সাংবাদিকতার বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সভায় বক্তারা সাংবাদিকতা পেশাকে জাতির মহান দায়িত্ব ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে বলেন—
“সাংবাদিকরা জাতির বিবেক; সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা।”
অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে জাতীয় প্রেসক্লাব থেকে সকল উপস্থিত সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে মুগদা কবরস্থানে যান। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টানা ৪৪ বছরের গৌরবমণ্ডিত ঐতিহ্যে সংগঠনটি আজও নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দারুণ শুরুর পরও ১৪৬ রানে অলআউপ পাকিস্তান
ভালুকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শিগগিরই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
৪১ বছর পর ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান
উচ্চপর্যায়ের নৈশভোজে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
হ্যারি কেইনের ইতিহাস, পেছনে ফেললেন রোনালদো-হালান্ডকে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com