বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
বায়ার্নকে জেতানোর রাতে কেইনের রেকর্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম   (ভিজিট : ৮)
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। সেটাই ছিল বাভারিয়ান ক্লাবটির বিপক্ষে ব্লুজদের শেষ সুখস্মৃতি। এরপর যতবারই বায়ার্নের মুখোমুখি হয়েছে, ততবারই হেরেছে ইংলিশ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরেও গ্রুপপর্বের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। স্বাগতিক দলের উইঙ্গার মাইকেল ওলিসে ডি বক্সের মাঝে কাটব্যাক করলে সেটি চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ-এর পায়ে লেগে জালে বল জড়ায়। এর কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

এবার ভুল করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। নিজেদের বক্সে বল আটকাতে গিয়ে কেইনকে ফেলে দেন ইকুয়েডরের এই মিডফিল্ডার। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি কেইন। এরপরই ২৯ মিনিটে কোল পালমারের গোলে এক গোল শোধ করে চেলসি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও টানটান উত্তেজনায় জমে ওঠে ম্যাচ। তবে ম্যাচের দ্বিতীয় হাফে বায়ার্নের কাছে কোনো পাত্তাই পায়নি ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৩তম মিনিটে আবারও এক ভুল করে চেলসি। বায়ার্নের খেলোয়াড়ের চাপে কেইনের কাছে ভুল করে পাস দিয়ে দেন মালো গুস্তো।

এ যাত্রায় বল পেয়ে ভুল করেননি ইংলিশ স্ট্রাইকার। সহজে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও বায়ার্নের তৃতীয় গোল এনে দেন কেইন। এই গোলে নতুন এক কীর্তিও গড়েছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করেছেন কেইন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বায়ার্নকে জেতানোর রাতে কেইনের রেকর্ড
বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে: জহর সরকার
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা
হানিয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হাতের মুঠোয়!
লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
কালীগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ
বিদেশি গোয়েন্দা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এনায়েত
নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com