প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম (ভিজিট : ৫৭)

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমা, এ এইচ এম নোমান রেজা এবং তানজিল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, যা যাচাই করা হচ্ছে।
ফারিয়া গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ওই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের দাবি জানানোর কয়েকদিনের মধ্যে ফারিয়াসহ তিনজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান গত শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। মামলার অভিযোগ অনুযায়ী, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেনের কাছ থেকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার নামে ১০ লাখ টাকা দাবি করেন তারা। দেলোয়ার প্রাথমিকভাবে সাড়ে পাঁচ লাখ টাকা দেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেলোয়ার হোসেন এবং তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। প্রথমে নোমান রেজাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীমউদ্দীন এলাকা থেকে অন্য দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নোমান ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্যসচিব। সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় নোমান ও তার সঙ্গীরা ব্যবসায়ীদের টার্গেট করতেন এবং মিথ্যা মামলার ভয়ে বড় অঙ্কের চাঁদা দাবি করতেন। অভিযোগ রয়েছে, টাকা না দিলে মারধর বা পুলিশে মিথ্যা মামলা ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা গণমাধ্যম বসবে জানিয়েছেন, নোমান ও তার সঙ্গীরা সমন্বয়ক পরিচয়ে দুই লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজি করতেন।