রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৫৭)
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমা, এ এইচ এম নোমান রেজা এবং তানজিল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, যা যাচাই করা হচ্ছে।

ফারিয়া গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ওই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের দাবি জানানোর কয়েকদিনের মধ্যে ফারিয়াসহ তিনজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান গত শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। মামলার অভিযোগ অনুযায়ী, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেনের কাছ থেকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার নামে ১০ লাখ টাকা দাবি করেন তারা। দেলোয়ার প্রাথমিকভাবে সাড়ে পাঁচ লাখ টাকা দেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেলোয়ার হোসেন এবং তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। প্রথমে নোমান রেজাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীমউদ্দীন এলাকা থেকে অন্য দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, নোমান ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্যসচিব। সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় নোমান ও তার সঙ্গীরা ব্যবসায়ীদের টার্গেট করতেন এবং মিথ্যা মামলার ভয়ে বড় অঙ্কের চাঁদা দাবি করতেন। অভিযোগ রয়েছে, টাকা না দিলে মারধর বা পুলিশে মিথ্যা মামলা ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা গণমাধ্যম বসবে জানিয়েছেন, নোমান ও তার সঙ্গীরা সমন্বয়ক পরিচয়ে দুই লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজি করতেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নতুন বেতন কাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান
জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসি পদে আসছে আরও পরিবর্তন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু
সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্ব হস্তান্তর
গজনী বিটে বালু পাচার: ইউএনওর কঠোর অবস্থান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বলিউডের সিরিজে রেট্রো লুকে চমক দেখালেন আরিফিন শুভ
রক্তচাপ কম, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে
এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে সূচক বেড়েছে, লেনদেন নেমেছে তলানিতে
বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু ভোটগ্রহণ
রামপুরা মানবতাবিরোধী মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com