শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
জবি সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৯)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় একই প্রতিষ্ঠানের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। অনিককে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় অনিক কুমার দাস বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেলে তাকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার করা হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বার্সেলোনায় আহলে ছুন্নত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপন
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় ইমামকে হত্যাচেষ্টার অভিযোগ
ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
কালীগঞ্জে সাংবাদিক জাকারিয়া মামুনের ওপর সন্ত্রাসী হামলা
ফলাফল ঘোষণার আগেই জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
দুর্গম এলাকায় শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দম’ টিম
নেপালে বিক্ষোভে অস্থিরতা: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের
বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু ভোটগ্রহণ
জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ২৩ ধাপ এগিয়েছে নকলা, প্রথম স্থানে ফের ঝিনাইগাতী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com