প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম (ভিজিট : ২১)
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কমিটির মেয়াদ উর্ওীন হওয়ায় নব গঠিত আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান রোববার দুপুরে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সহ-সভাপতি হারিউজ্জামান। আহবায়ক কমিটি একটি শক্তিশালী নির্বাচন কমিটি গঠন করে বাজার সমিতির একটি নির্বাচন পরিচালনা করবেন।

সমিতি সুত্রে জানা যায়, গত-২০২২ সালে সমিতির নির্বাচন হওয়ার পর আর কোন কমিটি গঠন করা হয়নি। ফলে মেয়াদ উর্ওীন কমিটির স্থলে আহবায়ক কমিটি সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে। সেই লক্ষ্যে সাবেক কমিটি বর্তমান আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মোতালেব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর(স্থানীয় সরকার বিভাগ) মোহাম্মদ আবু তাহের ছিদ্দিকী, উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ জাকারিয়া, সমবায় অফিসের সহকারী পরিদর্শক হাসিয়া অঅক্তার, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রতন, আহাদ আলী মুনসী, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, নজরুল ইসলাম ফারুক মৃধা, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মতি,নাজমুল মন্ডল,ফজলুল হক মৃধা প্রমুখ।