প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম (ভিজিট : ৩৮)

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দলটি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন দলটির মুখপাত্র ফারুক হাসান।
এ সময় তিনি বলেন, , আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে, সময়মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে।
ফারুক হাসান বলেন, সরকার নুরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন করা হয়েছে। ওই কমিশনের কার্যকাল ৩০ কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে—এমন ফুটেজও রয়েছে।
তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে গড়িমসি চলছে অভিযোগ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডা. মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে।
এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।
ফারুক হাসান বলেন, গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থার অবনতি হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল (চোয়াল) অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবসরে আছে। তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না, ডাক্তাররা তাকে লিকুইড খাবারের ওপর রেখেছেন।
এ ছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে। তাই ডাক্তাররা তাকে আরো কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’