প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম (ভিজিট : ৩৪)
বাংলাদেশ জাতীয়বাতাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের নজরুল অডিটরিয়মের সামনে থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল আমিন খসরুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটরিয়মে গিয়ে শেষ হয়।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল আমিন খসরু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন, রাজীব আহমেদ, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, ওবাইদুল হক মিলন, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল, তাঁতীদল ত্রিশাল উপজেলার সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবকদল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব আজাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ লিমন, সাজ্জাদুল ইসলাম সজীব, মোঃ সুজন মাহমুদ, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন প্রমুখ।