বুধবার ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


‘ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করে’ শেখ হাসিনা প্রসঙ্গে বাঁধন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৪৭ PM

চব্বিশের গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। যার ফলে ৫ আগস্টের পর থেকেই সামাজিকমাধ্যমে একশ্রেণির সমর্থকের কাছে কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে।

এখনও সাইবার অ্যাটাকের মুখোমুখি হন এই অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে সেই প্রসঙ্গ তুলে ধরেন বাঁধন।
নিজের ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন। যেখানে পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। তার চোখ-মুখে উচ্ছ্বাসের ঢেউ। আর তার সামনের চেয়ারে বসা শেখ হাসিনা বাঁধনের দিকে ফিরে হাসছেন। বাঁধনের পাশে শোবিজ অঙ্গনের অনেক তারকাই দাঁড়িয়ে আছেন।

পোস্টের ক্যাপশনে বাঁধন লেখেন, লোকজন ভাবছে আমরা পরিকল্পনা করে একই রঙের পোশাক পরেছি। কারণ আমাদের পোশাকের রঙ একই ছিল। এ কথা শুনে তিনি হেসে ফেলেছিলেন। তার এই হাসি আমার ভালো লেগেছিল। কারণ এটি সত্যিকারের হাসি ছিল। সেই মুহূর্তে তাকে আমাদেরই একজন মনে হয়েছিল।

বাঁধনকে শেখ হাসিনার জীবনের গল্প অনুপ্রাণিত করেছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল: এক রাতে পুরো পরিবার হারিয়েছে, শরণার্থী হিসেবে বেঁচে ছিলেন। তারপর ফিরে আসেন সেই দেশে- যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম দেখা যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি দেখেছি কীভাবে ক্ষমতা একজন মানুষকে একদম বদলে দিতে পারে- একজন শয়তানে পরিণত করতে পারে।

শেখ হাসিনার সঙ্গে হাসার কারণ ব্যাখ্যা করে বাঁধন বলেন, এবার মজার একটি কথা বলি- আমি তার সঙ্গে হেসেছিলাম, তার মানে এই না যে, আমি পরেরবার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি! আমার প্রিয় বিএএল সদস্যরা, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি সচেতনভাবে কথা বলি! আমি আমার দেশের মানুষের পক্ষে দাঁড়াই! আমাকে নিয়ে কেন এত ব্যস্ত হয়ে পড়েছেন? আমি জানি, আপনারা হয়তো আর কখনো রাজনীতিতে ফিরবেন না। কিন্তু আপনারা এখনো মানবিক হতে পারেন।

সত্যিকারের একজন নেতা ও মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, সেই দপ্তরের প্রধানকে জিজ্ঞাসা করুন, যারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেন- ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিলেন। এই পৃথিবীতে অনেকেই অমানবিক হয়ে গেছেন, সেখানে মানবিক থাকা কঠিন। কিন্তু চেষ্টা তো করা যায়। সত্যিকারের একজন নেতা হোন। একজন মানুষ হোন। 

বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে বাঁধন বলেন, আপনারা আমাকে সামাজিকমাধ্যমে আক্রমণ করেছেন? এই দেশের নারীদের সঙ্গে আপনারা এটাই করেন। যা ইচ্ছা করেন। আপনি বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনার আর কী করার আছে? না কি আপনারা ঠিক করেছেন, যার চরিত্র সবচেয়ে খারাপ, সেই-ই হবে আপনাদের সংসদ সদস্য, যদি আপনারা ক্ষমতায় যান?







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুরের নকলায় এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান পূর্বক ১৫ জনের পদত্যাগ!
কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ভালুকায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক -২
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক চার লেনে উন্নীত করার জোর দাবি জামায়াতের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মূল্যবোধের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধের তগিদ বিচারপতি জয়নুল আবেদীনের
সালথায় বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: তারেক রহমান
মহাখালী পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com