বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


কর্মচারীদের ধর্মঘটে শেবাচিম হাসপাতালে চিকিৎসাসেবায় অচলাবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪:৩৮ PM

কর্মচারীদের আন্দোলনে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে স্বাভাবিক চিকিৎসাসেবায় অচলবস্থা চলছে। জাতীয়ভাবে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষার্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেন চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ওপর শিক্ষার্থীরা হামলা করেছেন- এমন অভিযোগ তুলে সকল কর্মচারী অঘোষিত কর্মবিরতি করছেন। তারা বেলা ১০টার পর থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন। এতে রোগীরা দুর্ভোগে পড়েছেন। 
 
এদিকে কর্মচারীদের তোপের মুখে ৩ জন অনশনকারীসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা আত্মগোপন করেছেন। শিক্ষার্থী সন্দেহে কয়েকজনকে মারধর করা হয়। বৃহস্পতিবার নগরের কোথাও আন্দোলনকারী শিক্ষার্থীদের তৎপরতা ছিলো না। 

অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। একপক্ষ বুধবার দিবাগত গভীর রাতে আন্দোলন একমাসের জন্য স্থগিতের ঘোষণা দেন। অপরদিকে আন্দোলনের মূল সংগঠক মহিউদ্দিন রণি জানিয়েছেন, তারা আন্দোলন স্থগিত করেননি। 

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ৩ দফার আন্দোলন ছাত্র-জনতার ব্যানারে শুরু হয় গত ২৮ জুলাই। গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) থেকে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা নগরের নথূল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এতে বিভাগের ছয় জেলার সঙ্গে রাজাধনীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবাার থেকে দুই শিক্ষার্থীসহ ৩ জন আন্দোলনের সমর্থনে শেবাচিম হাসপাতালের প্রধান ফটকে আমরন অনশন শুরু করে। বুধবার কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর হামলা করে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর বুধবার বরিশালে গিয়ে অনশন ভাঙ্গা ও আন্দোলন বন্ধের আহ্বান জানালে শিক্ষার্থীরা প্রত্যাখান করেন। মতবিনিময় সভায় মহাপরিচালক আন্দোলন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেন। সভাতে চিকিৎসক নেতারাও কঠোর মনোভাব দেখান।
 
বৃহস্পতিবার সকালেই পরিস্থিতি বদলে যায়। চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। তার আগে সকাল ১০টার মধ্যে কর্মচারীরা বিক্ষুব্দ হয়ে উঠে।
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কর্মচারীদের উত্তপ্ত পরিস্থিতি দেখে ৩ জন অনশনকারী ও আন্দোলনকারী সঙ্গীরা দ্রুত হাসপাতাল এলাকা ছেড়ে চলে যান। প্রচণ্ড বৃষ্টিতে মানববন্ধন হয়েছে নামমাত্র। এরমধ্যে ছড়িয়ে পড়ে যে নতুন মেডিসিন ভবনে কয়েকজন আউট সোর্সিং কর্মচারীকে শিক্ষার্থীরা মারধর করেছে। এ খবরে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। সকল কর্মচারীরা হাসপাতাল ভবনের বাইরে এসে বিক্ষোভ করতে থাকেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলে জানান। একপর্যায়ে তারা লাঠিসোটা হাতে নেন। 
বিক্ষোভকারী কর্মচারীরা শিক্ষার্থীদের সংগঠকদের নাম ধরে খুঁজতে থাকেন ও তাদের বিরুদ্ধে শ্লোগান দেন। আন্দোলনকারী শিক্ষার্থী সন্দেহে কয়েকজনকে বেদম মারধর করা হয়। 

আউট সোর্সিং কর্মচারী সেলিনা আক্তার তার পড়নের ওড়না ছেড়া দেখিয়ে জানান, ছাত্ররা মেডিসিন ভবনে ঢুকে কর্মচারীদের মারধর করছিল। 
সহকর্মীদের উদ্ধারে গেলে তাকেও মারধর করা হয়। 

টেকনোলজিষ্ট অ্যাসোশিয়েশনের জেলা সভাপতি হাসান মাহমুদ বলেন, ‘আমরাও হাসপাতালের সংস্কার চাই। এটাতে সময় লাগবে। যারা আন্দোলন করছে তারা ছাত্র নয়, চাঁদাবাজ। তাদের উস্কানীতে রোগীদের স্বজনরাও কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো কর্মচারী কাজে ফিরবেন না। 

শিক্ষানবিস চিকিৎসক সৌমিক আহমেদ জানান, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা নিশ্চিত না হলে সন্ধার পর তারাও ধর্মঘটের মতো কঠিন কর্মসূচিতে যেতে পারেন। 

বিক্ষোভের মধ্যে অহিদুল ইসলাম নামক এক রোগীর স্বজন জানান, তার ৩ দিন বয়সী শিশু সন্তানকে গত সোমবার ভর্তি করেছেন। এতদিন ভালো সেবা পাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আন্দোলন শুরুর পর ওয়ার্ডে সেবিকা-কর্মচারী কাউকে পাচ্ছেন না। 

আরেক স্বজন হাফিজুল ইসলাম জানান, তার ছেলে সার্জারি-২ বিভাগে ভর্তি। আজ বৃহস্পতিবার তার ছেলের পায়ে অস্ত্রপচার করার নির্ধারিত তারিখ ছিল। আন্দোলনের কারণে পরিবর্তন করে আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীম বলেন, কর্মচারীদের আন্দোলনে স্বাস্থ্যসেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিকিৎসক-নার্সরা সকলে দায়িত্বে আছেন। 

আন্দোলনকারীরা বিভক্ত: আন্দোলনকারী সংগঠকদের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বুধবার গভীর রাতে ফেসবুক পোস্ট দিয়ে জানান, আন্দোলন একমাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে আন্দোলনের প্রধান সমম্বয়ক মহিউদ্দিন রণি ফেসবুক লাইভে এসে জানান, আন্দোলন চলবে। কর্মচারীরা অনশনরতসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন বন্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
 
সাব্বির হোসেন সোহাগ বলেন, ‘বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশালে এসে দাবি পূরণে সময় চেয়েছেন। তার কথায় আমরা আশ্বস্ত। প্রশাসনকে সময় দিতে আন্দোলন একমাস স্থগিত করেছি। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে জানিয়ে যারা আন্দোলন চালাচ্ছেন তাদের অন্য কোনো উদ্দেশ্যে আছে। তাদের জন্যই আজ শিক্ষার্থীরা হাসপাতালে কর্মচারীদের মারধরের শিকার হয়েছে।

উল্লেখ্য, জাতীয়ভাবে স্বাস্থখাত সংস্কারের দাবীতে গত ২৭ জুলাই থেকে বরিশালে আন্দোলন শুরু হয়েছে। তাদের দাবিগুলো হলো- সারাদেশের সরকারি হাসপাতালে অবকাঠামোতগত উন্নয়ন, নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করণ। ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠণ করতে হবে। এসব সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয়শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৫২ জন
কুড়িগ্রামে আ'লীগের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বিএনপি কর্মীকে হত্যার চেষ্টা, দুটি রামদা সহ একজন আটক
স্পেন বিএনপি, যুবদলের ভালবাসায় সিক্ত হলেন এম সাখাওয়াত উল্লাহ
ভালুকায় বিদেশী মদ ও অস্ত্রসহ হত্যা মামলার আসামী গ্রেফতার
ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ: ডিএমপি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কেনা হচ্ছে দুই জাহাজ
পাটপণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশি ক্লাবে অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ‘মিশন’ পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com