প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:০৭ PM
মঙ্গলবার ঢাকায় বিকেল ৫টায় ঢাকা আবাহনী মুখোমুখি হবে মুরাস ইউনাইটেডের বিপক্ষে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে বাংলাদেশ সময় রাতে সাড়ে ১১টায় দোহায় সিরিয়ার ক্লাব আল-কারামাহর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। পাঁচবারের বাংলাদেশ চ্যাম্পিয়নদের লড়াইয়ে সবার চোখ থাকবে ইংলিশ প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের দিকে। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক এ মিডফিল্ডারকে নিয়ে আক্রমণের ছক কষছেন বসুন্ধরা কিংসের কোচ সার্জিও ফারিয়াস।
ঘরোয়া ফুটবলে গত মৌসুম ভালো কাটেনি বসুন্ধরা কিংসের। এবার তাই আটঘাট বেঁধে নেমেছে দলটি। বিশেষ করে, কিংসের বিদেশি সংগ্রহ অনেকের চেয়ে সেরা। ঢাকা আবাহনী থেকে রাপায়েল অগাস্তো, মোহামেডানের এমানুয়েল সানডের সঙ্গে চুক্তি করে শক্তি বাড়ায় সাবেক চ্যাম্পিয়নরা।
তবে বাংলাদেশের ফুটবলে দলবদলে সবচেয়ে বড় চমকটা তারা দেখায় ইংলিশ বংশোদ্ভূত ফুটবলার মিচেলের সঙ্গে চুক্তি করে। গতকাল দলের সঙ্গে অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন মিচেল। রোববার দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। চ্যালেঞ্জ লিগের এই ম্যাচ খেলার পর ১৯ বয়সী মিডফিল্ডার ফিরবেন ঢাকায়। যোগ দিবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। আপাতত বসুন্ধরা কিংসের ম্যাচ নিয়েই ভাবছেন মিচেল।