সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ঋতুপর্ণাকে নতুন বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:০৪ PM

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা। আজকের দিনটি তার জন্য অত্যন্ত সুখের। বিকেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ পরিচালনা পর্ষদের সভায় ঋতুপর্ণাকে বাড়ি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বিকেলে বিসিবির বোর্ড সভা ছিল। কয়েক ঘণ্টার সেই সভা শেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিফিংয়ে এসে বলেন, 'জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।’ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকেও এটি নিশ্চিত করেছেন।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি। প্রত্যন্ত অঞ্চলে অনেকটা জীর্ণ-শীর্ণ অবস্থা ঋতুপর্ণার বাড়ির। তার বাবা নেই, একমাত্র ভাইও নেই। ঋতুর আয়েই চলে সংসার। তার মায়ের অসুস্থতার পেছনেও অনেক ব্যয় হয়। ফলে বাড়ির চেহারা আর বদলানো হয়নি তার।

ঋতুপর্ণার গোলে বাংলাদেশ ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হয়। গত মাসে তার জোড়া গোলের কারণেই মিয়ানমারকে বধ করে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করে। এত বড় ক্রীড়াবিদের বাড়ির অবস্থা জীর্ণশীর্ণ। তাই বিসিবি ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে।

বাংলাদেশ নারী ফুটবলের দলের ১৩ জন ভুটান লিগ খেলছেন। ভুটান থেকে অতি স্বল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন। ভুটান থেকে এসে দুই ফুটবলার প্রথম আলো ক্রীড়া পুরস্কারে তিনটি ট্রফি পেয়েছেন।

২০২৪ সালে ঋতুপর্ণার গোলে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছে। বছর জুড়েই ঋতুপর্ণা ভালো পারফরম্যান্স করেছেন। ফলস্বরুপ ২০২৪ সাল তিনি সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন। তিনি পেছনে ফেলেছেন দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকি আহমেদকে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় নারী দলের ফরোয়ার্ড তহুরা খাতুন। তিনিও এই পুরস্কারের জন্য ভুটান থেকে এসেছেন। আগামী পরশু তাদের আবার ভুটান ফেরার সূচি। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ নতুন দল
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন
স্পেনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা
ভারতে একের পর এক বিদেশি অর্ডার স্থগিত, চলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দেশে ফিরতে চান ছাত্রজনতার ওপর গরম পানি ছিটানোর পরামর্শদাতা অরুণা বিশ্বাস
বাসযোগ্য শহর গড়তে নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য: ডিএনসিসি প্রশাসক
প্রথমার্ধে চার গোলে এগিয়ে বাংলাদেশ
নিষেধাজ্ঞা থেকে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন ব্রেন্ডন টেইলর
‘জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পাওয়ার গুঞ্জন উঠেছে’: গোলাম পরওয়ার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com