বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৫১ PM

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ, দশম স্থান থেকে উঠে এসেছিল নবমে। তবে এবার কোনো ম্যাচ না খেলেই আবারও দশম স্থানে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ উঠে নবমে পৌঁছেছে।

রোববার পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়াডেতে ডিএল মেথডে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এই জয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭। পাকিস্তানের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে হারলেও রেটিং পয়েন্ট ৭৮-এই থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তাই সহসা ৯ নম্বরে উঠে আসা হচ্ছে না বাংলাদেশের।

হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তানেরও। ৪ থেকে ৫ নম্বরে নেমে গেছে সালমান আগার দল। র‍্যাংকিংয়ের শীর্ষ দশে এ দুটিই পরিবর্তন। ৯ নম্বরে বাংলাদেশের জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৪ নম্বরে পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। ৪ ও ৫-এ থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে ১০৩ ও ১০২। এই মুহূর্তে ১২৪ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০৯।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাংকিংয়ে শীর্ষ ছয় দলে থাকতে হবে। বাকি ছয় দল আসবে বাছাইপর্ব থেকে। টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়: শতাব্দী রায়
দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ রিয়ালের
চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক বছরে ব্রিটেনে প্রবেশে রেকর্ড
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ নতুন দল
চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com