রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জোকোভিচের ১৫ হাজার ইউরো জরিমানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৪৬ PM

সামনেই শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিস। তার আগে বড় শাস্তি পেলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার এই টেনিস তারকাকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ লক্ষ ২০ হাজার টাকা। অবশ্য খেলা নয়, অন্য একটা কারণে ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকাকে শাস্তি পেতে হয়েছে। 

দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। জোকোভিচকে আগেই নোটিশ পাঠিয়েছিল সংস্থাটি। তাকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেসব নথি জমা দিতে না পারলে নির্মাণ করা স্থাপনা ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। এরপরেই তার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যেন নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাকে। এর পাশাপাশি দ্রুত জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর একটা গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। সেখানে যেন তরতাজা হয়ে নামতে পারেন, সেজন্য মাস্টার্স সিনসিনাটি ওপেন ও ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনে খেলতে নামেননি তিনি।

এরই মধ্যে বয়স সমস্যায় ফেলছে জোকোভিচকে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত ভাল খেললেও তার পরে কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনারের কাছে হারতে হচ্ছে তাকে। দেখে বোঝা যাচ্ছে, ক্যারিয়ারের শেষ দিকে জকোভিচ। সার্বিয়ান তারকা আর কত দিন খেলবেন সেই জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে জরিমানা হল তার।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঋতুপর্ণাকে নতুন বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি
শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
ছাত্রসংগঠনগুলোর একসঙ্গে বসে বোঝাপড়া করা উচিত: আসিফ মাহমুদ
হজযাত্রীদের ফেরত দেওয়া হলো ৮ কোটি ২০ লাখ টাকা
ভিকটিম-সাক্ষীকে হুমকি দেওয়া বিচার বাধাগ্রস্ত করার শামিল: ট্রাইব্যুনাল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
যথাযথ মর্যাদায় মালদ্বীপে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
মার্কিন সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে: জয়নাল আবেদীন
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আসন্ন জাতীয় নির্বাচন শেষ করা: প্রধান উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com