প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:২২ PM
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ভূমি দস্যুচক্রের হাত থেকে নিস্তার পাচ্ছেন না জমির মালিক। টঙ্গীর পূর্ব আরিচপুরের মোঃ আবুল খায়েরের ছেলে মোঃ বাছির উদ্দিন এই অভিযোগ করেন।
তিনি বলেন- টঙ্গী অধিন সাবেক ১৭৪, হালে ১১২ নং মৌজাস্থিত পূবাইলের বিন্দানে এসএ খতিয়ান ১৩১ ও আরএস খতিয়ান ১৯২ তে মোট ৯ দাগে ৯৪০ শতাংশ জমির ভূয়া কাগজপত্র তৈরী করে ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে আসছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জনৈক নেপাল চক্রবর্তী গং। এ বিষয়ে মোঃ বাছির উদ্দিন তাদের বিরুদ্ধে ১ম সিনিয়র সহকারি জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং- ১২১৬/২১। এ মামলায় দু পক্ষের শুনানী শেষে আদালত নেপাল চক্রবর্তী ও তার সহযোগি সুমনকে বিগত কিছুদিন পূর্বে জেল হাজতে প্রেরণ করেন।
বাছির উদ্দিন এ প্রতিবেদককে জানান, অতি সম্প্রতি একদল উশৃংখল জনতা বে-আইনীভাবে তার মালিকানাধীন দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে খুঁটি পোতা ও বালি ভরাটের কাজ শুরু করার চেষ্টা করে। এমতাবস্তায় খবর পেয়ে মোঃ বাছির উদ্দিন দ্রুত থানা-পুলিশের সাথে যোগাযোগ করে থানা-পুলিশের সহযোগিতায় তাদেরকে জমি থেকে বিতারিত করেন।
বাছির উদ্দিন বলেন, নেপাল চক্রবর্তীসহ তার সহযোগি জাকির সরকার, রনপদ চক্রবর্তী ও শৈলাস চক্রবর্তী খুবই পেপরোয়া। তারা যখন-তখন যেন-তেন ভাবে আমার জমি জবর দখল করার পায়তারা করছে। নেপাল চক্রবর্তী জেল থেকে ছাড়া পেয়ে জাকির সরকারের সহযোগিতায় আমার বিরুদ্ধে আরো বে-পরোয়া হয়ে উঠেছে। ফলে আমি নিরাপত্তার অভাব বোধ করছি।
মোঃ বাছির উদ্দিন তার জায়গা সম্পত্তিসহ নিজের জীবন রক্ষায় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।