বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:২৬ PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেছেন, ‘কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়া আর পত্রপত্রিকাতে দেখেছি, এটা আমাদের চোখে পড়েছে। কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এবং সেটা যদি সুনির্দিষ্ট হয় সেটা আমরা দেখবো। সেই সঙ্গে দুদকের আমিসহ কারও বিরুদ্ধে অভিযোগ এলে এবং আমরা কাজ ঠিকমতো করি না, সেটাও সাংবাদিকরা লিখবেন।’ এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি। 

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এই সরকার সম্পর্কে আমাদের ধারণা পাওয়া দরকার, এটা রাজনৈতিক সরকার নয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি একেবারে দুর্নীতির বিপক্ষের মানুষ। যদি তার নিজের উপদেষ্টা পরিষদের কেউ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন এ ক্ষেত্রে তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। তাছাড়া আমাদের যে বিধিবদ্ধ আইন তাতে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের কাছে অভিযোগ এলে সেটা যেন সুনির্দিষ্ট হয়। শুধু কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করলেই হবে না। সেই টাকা কোত্থেকে করেছেন, কীভাবে করেছেন এই অংশগুলো যদি রক্ষা করতে না পারি তাহলে শেষ পর্যন্ত তা টিকবে না।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান আছে, আরও কয়েকটি তদন্তাধীন আছে। যদি তদন্তে সেসব অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা মামলা মোকদ্দমায় চলে যাবো।’

রংপুর সিটি করপোরেশনের দুর্নীতি উদঘাটনে খুব শিগগিরই সেখানে অভিযান শুরুর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সেখানে দুর্নীতির অভিযোগ আছে বলে শুনলাম। এ বিষয়ে আমি প্রস্তুত হয়ে আসিনি। রংপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো চেক করে দেখা হবে। মামলা-মোকদ্দমা কী আছে সেসবের অবস্থা কী- সবই দেখা হবে।’ ঢাকায় ফিরে ফাইলপত্র দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

রংপুর সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সহযোগিতা পেলে ব্যবস্থা নেবো। আর সুনির্দিষ্ট কিছু পেলে অবশ্যই আমরা দেখবো।’

তিনি বলেন, ‘দুদকের অনেক পুরোনো মামলা আছে নতুন মামলাও আছে। বেশ কিছু পুরাতন মামলা ধামাচাপা অবস্থায় পড়ে ছিল, সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। নতুন মামলাগুলোর ওপর সার্বক্ষণিক মনিটরিং করছি। আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।’

এর আগে দুদক চেয়ারম্যান স্টেশন রোড এলাকায় দুর্নীতি দমন কমিশনের নিজস্ব জমিতে ৬ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণকাজ উদ্বোধন করেন। ১৯ কোটি টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট ভবনটি রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানান তিনি।

এ সময় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, দুদকের মহাপরিচালক আখতার হোসেনসহ দুদক রংপুর বিভাগীয় পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com