প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:০৬ PM আপডেট: ১১.০৮.২০২৫ ৭:০৭ PM
লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী।রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।ফরিদের বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পালেরহাট এলাকায় ফরিদের বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে একটি একনলা বন্দুকসহ তাকে আটক করা হয়।কোনো সূত্রমতে, বন্দুকের সাথে নগদ এক লাখ পাঁচ হাজার টাকাও জব্দ করা হয়েছে।ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার বাসিন্দা।
একই রাতে ওই এলাকার নাঈম নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতেও অভিযান চালায় সেনাবাহিনী।সেখান থেকে মদ, ইয়াবা, গাঁজা এবং কয়েকটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। অভিযানকালে ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং নাঈমের বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়েছে।