বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নকলায় কলম বিরতি পালন করা হয়েছে
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:১০ PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘন্টা ব্যাপি কলম বিরতি পালন করেছেন শেরপুরের নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীগন।

এর আগে রবিবার সন্ধ্যায় নকলা প্রেসক্লাবের উদ্যোগে ও আয়োজনে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম রেজা’র সঞ্চালনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের  সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সহযোগী সদস্য হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন প্রমুখ।

এ সভায় নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীগন যুক্ত ছিলেন। তারা সবাই সংক্ষিপ্ত আকারে নিজ নিজ মতামত পেশ করেন।

বক্তারা জানান, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা নাহলে লাগাতার কলম বিরতি ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক সবাই নিজ নিজ ফেসবুক টাইম লাইনে কলম বিরতি কর্মসূচির পোস্টার এবং বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজের মতোকরে লেখা পোস্ট করেন তারা।

উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। শুক্রবার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে মাগরিব নামাজের পরে ওই গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com