বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মেট্রোপলিটন প্রেস ক্লাবের মানববন্ধন
শাহবাজ খান মাশফি, ঢাকা
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:০৫ PM

গাজীপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের হাতে নির্মমভাবে নিহত আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে মানবন্ধন করেছেন রাজধানীর উত্তরাংশের সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণ।

সোমবার সকালে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে মেট্রোপলিটন প্রেস ক্লাব, ঢাকা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, ক্লাবের নির্বাহী কমিটির সভাপতি এইচ.আর হাবীব, সাধারণ সম্পাদক মিজান বিন নূর, সহ-সভাপতি কে.আর খান মুরাদ। 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যারহস্য উদঘাটন করে দ্রুত আসামিদের গ্রেফতার করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। বক্তারা যত দ্রুত সম্ভব নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, বিচার বিলম্বিত হলে তা প্রহসনে পরিণত হয়। কাজেই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করুন। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এসময় বক্তারা গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরিক টিভি'র সিটি রিপোর্টার মাসুদ পারভেজ, দৈনিক  বাংলাদেশ বুলেটিনের সিটি রিপোর্টার আমিনুল ইসলাম, দৈনিক নবচেতনার মাসুদ রহমান বিজয়, সাংবাদিক কামাল ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী সহ স্থানীয় জনগণ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com