বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানালেন ফজলুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:৩৬ PM

মেধাবী শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। তবেই দেশ ও জাতির মুক্তি মিলবে। সত্যিকার শিক্ষার কোন বিকল্প নেই। প্রকৃত পড়াশুনা করে শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানালেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। ৮ আগস্ট, কালীগঞ্জ উপজেলার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোল্লা কল্যাণ ট্রাষ্টের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোল্লা কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মোঃ গোলজার হোসেন মোল্লার সার্বিক দিক নির্দেশনায় এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শামীমা সুলতানা রিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলায়মান আলম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিজুল ইসলাম দর্জি, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ হারুন অর রশিদ দেওয়ান,  কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য শাহ আলম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ নাইম খান, জামালপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ ইকবাল সরকার, জেলা ছাত্রদলের সাবেক নেতা ইয়াসিন মোল্লা, যুবনেতা মাসুম শাহরিয়ার, শিক্ষানুরাগী ও সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান।

মোল্লা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ও বিসমিল্লাহ্ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। এসময় অন্যান্যের মাঝে বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহিম শেখ, মানিক মাস্টার, মোয়াজ্জেম হোসেন মাস্টার, মোতাহার শেখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুল হক মিলন বলেন, সুশিক্ষায় শিক্ষিত জাতিই পারে সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে। এসময় তিনি, মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ।

স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন এলাকার যুব সমাজকে মাদক, দূর্নীতি, সন্ত্রাস ও অনাচার বন্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে সম্মিলিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন আরো বলেন, গণতন্ত্র রক্ষায় সবচেয়ে জরুরি ভোটাধিকার। আগের সরকার রাতের ভোট, ডামি ভোট করে ক্ষমতায় থাকায়, তাদের মধ্যে ফ্যাসিস্ট ভাব পরিলক্ষিত! তারা কারোর ভোটের তোয়াক্কা করত না। ছিলোনা তাদের মধ্যে কোন জবাবদিহিতা। কার আগে কে লুটপাট করে বিদেশে টাকা পাচার করবে, এই প্রতিযোগিতায় তারা অন্ধ হয়ে গিয়েছিল। 

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা বৃত্তির অর্থ ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, মোঃ গোলজার হোসেন মোল্লার সহধর্মিণী শামীমা সুলতানা রিনা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com