শনিবার ৯ আগস্ট ২০২৫ ২৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


বীর বাহাদুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আরও দুটি মামলা দুদকে
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:০৪ PM

সাড়ে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে প্রায় ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে পৃথক আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দুই কর্মকর্তা বাদি হয়ে পৃথক মামলা দুইটি দায়ের করা হয়। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. মামুনুর রশিদ এই মামলা দুইটি লিপিবদ্ধ করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।

দায়ের করার মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৯ টাকার। একই সঙ্গে দুই জনের নামের বিভিন্ন ব্যাংকের ১৯ টি হিসাব নম্বরের বিপরীতে ৭৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক নারগিস সুলতানা।

ওই মামলায় বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ১৩ টি হিসাব নম্বরের বিপরীতে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি দুদক প্রধান কার্যালয়ের উপ সহকারি পরিচালন নিজাম উদ্দিন।

ওই মামলায় মে হ্লা প্রূ এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৫ টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ৬ টি হিসাব নম্বরের বিপরীতে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।

উভয় মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত আয়কর রিটার্ন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা এবং আইনজীবীর লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এসব তথ্য মিলেছে।

এদিকে, এর আগে ৩ আগস্ট ঢাকায় প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন
রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, ৮০ টাকায় মিলবে চিনি
জোকোভিচের ১৫ হাজার ইউরো জরিমানা
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নে রিয়াজ আটক
মজলুম সাংবাদিকদের দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অটোয়ায় যুবকণ্ঠে গণ-আন্দোলনের চেতনা প্রতিধ্বনিত
৬ দিন মনে হচ্ছে ছয় হাজার বছর, বাবাকে হারিয়ে মিষ্টি জান্নাত
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা: বাবা ও চাচাসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নতুন সিনেমা ঘোষণা নিরবের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com