শিরোনাম: |
গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় তাজুল ইসলাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর উত্তর গজারিয়া পাড়া এলাকার মানিকদিঘি পুকুরপাড়ে একটি লিচু গাছের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
তাজুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাই টিলা গ্রামে। তার পিতা হোসেন ইসলাম (৪৫)। তিনি গাজীপুরে প্রাণ কোল্ডস্টোর ডিপোর গাড়িতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
নিহতের বোন জামাই আরিফ জানান, তাজুল রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফিরে পরিবারের সদস্যদের জানান, তিনি একটি মেয়েকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে তারা আপাতত বিয়ে দেবে না বলে জানিয়ে দেন। এ ছাড়া, বিয়ে করলে গ্রামের বাড়িতে নিয়ে করাবেন বলেও মত দেন। এতে ক্ষোভে-দুঃখে তাজুল দুপুরে বাড়ির পাশে লিচু গাছে ফাঁস দেন বলে জানায়।
নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, আমি গ্রামে ছিলাম। আজ গাজীপুরে এসে জানতে পারি আমার ভাগ্নে আত্মহত্যা করেছে।ঘটনাস্থলে উপস্থিত জিএমপি সদর থানার এসআই মনির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা যায়, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।