বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ইয়াশ-নীহার ‘উইশ কার্ড’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:১২ AM

জাকারিয়া সৌখিনের নতুন নাটক আসছে। ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’। বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পে দেখা যাবে, হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়।

নির্মাতা সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী ইয়াশ। সারাক্ষণ ব্যস্ত থাকে, কিভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে আমার।’

ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এতো ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছে, কি আর বলবো, দর্শক খুব পছন্দ করবে আশা করি।’

নাজনীন নীহা বলেন, ‘‘সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের ‘মনদুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘লাভ রেইন’ দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।’’

‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টা সচিবালয়ে, নিরাপত্তা জোরদার
ইয়াশ-নীহার ‘উইশ কার্ড’
ইতিহাস গড়লেন রশিদ খান
মার্কিন সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
আপনারা আরও অনেক কিছু দেখবেন: ট্রাম্প
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ
শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
ত্রিশালে বিএনপি নেতা খসরুর নেতৃত্বে বিজয় মিছিল
চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com